কৃষি বিপণন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2021 | Agriculture New Job Circular | www.dam.gov.bd



কৃষি মন্ত্রণালয়

কৃষি বিপণন অধিদপ্তর নিয়োগ  বিজ্ঞপ্তি ২০২১

পদসংখ্যা ১৪টি

পদ গুলোতে ১ মার্চ, ২০২১ ইং তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে dam.teletalk.com.bd  ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। 

মন্ত্রণালয়                    :    কৃষি মন্ত্রণালয়
অধিদপ্তর                    :    কৃষি বিপণন অধিদপ্তর
নিয়োগ প্রকাশের তারিখ    :    ২৮শে ফেব্রুয়ারী, ২০২১ খ্রিঃ
আবেদন করা শুরুর তারিখ :    ০৪/০৩/২০২১ খ্রিঃ
আবেদন করার শেষ তারিখ :    ২৫/০৩/২০২১ খ্রিঃ
পদের নাম                    :    সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর, হিসাব রক্ষক,
                                     সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, গাড়ী চালক (ভারী),
                                     গাড়ী চালক (হালকা)
পদ সংখ্যা                     :     ১৪ (চৌদ্দ) টি
শিক্ষাগত যোগ্যতা             :     পদভেদে ভিন্ন ভিন্ন যোগ্যতা
বেতন                          :     পদভেদে ভিন্ন ভিন্ন বেতন
গ্রেড                            :    পদভেদে গ্রেড ১৪, ১৫, ১৬
স্থায়ীত্বের ধরণ                 :    অস্থায়ী
আবেদনের পদ্ধতি              :   অনলাইন
আবেদনের ফি                  :   ১১২/-


SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদানঃ

অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবি সহ Applicant’s Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিটকারী প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। উক্ত Applicant’s Copy প্রার্থী প্রিন্ট অথবা download করে সংক্ষণ করবেন। Applicant’s কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোন Teletalk pre paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে বর্ণিত পদের জন্য মোট ১১২/- টাকা(একশত বার) (পরীক্ষার ফি ১০০/- টাকা এবং টেলিটক এর সার্ভিস চার্জ ১২/- টাকা) অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।


এখানে বিশেষভাবে উল্লেখ্য

যদি আপনি অনলাইনে আবেদনপত্র পূরণ করে সাবমিট করার পর পরীক্ষার ফি জমা না দেন তাহলে আপনার আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবেনা।

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন